চলমান উচ্চ তাপমাত্রায় বোরো ধানের সুরক্ষায় কৃষক ভাইদের করণীয়
১। প্রচণ্ড গরম ও ঝড়ো বাতাসের কারণে কোথাও ধান চিটা অবস্থায় দেখা গেলে জমিতে সর্বদা পানি রাখুন।
২। এমওপি সার ১০ লিটার পানিতে ১০০ গ্রাম মিশিয়ে ৫ শতাংশ হিসাবে স্প্রে করুন। অথবা বিঘা প্রতি ৫ কেজি হিসাবে দানাদার এমওপি সার উপরিপ্রয়োগ করুন।
৩। ধানের চারা রোপণের ৫০ দিন বয়স হলে এবং ব্লাস্ট রোগ দেখা দিলে ইউরিয়া সার প্রয়োগ বন্ধ রাখতে হবে।
৪। ধানের শীষ বের হওয়ার আগে ও পরে ব্লাস্ট রোগ প্রতিরোধে প্রতিষেধক হিসাবে (টেবুকোনাজল + ট্রাইফ্লক্সিস্ট্রবিন) গ্রুপের ছত্রাকনাশক (নাটিভো/ব্লাস্টিনম্যাকভো/টেকোবিন) প্রতি লিটার পানিতে ০.৬ গ্রাম হারে মিশিয়ে বিকালে স্প্রে করতে হবে।
৫। ধানের শীষ বের হওয়ার আগে ও পরে মাজরা পোকা/পাতা মোড়ানো পোকা/গান্ধী পোকা দমনে জন্য কারটাপ গ্রুপের কীটনাশক-ব্রাভো/সানটাপ প্লাস/ফসলটাপ/বাইটাপ/কার্টাপ্রিড/বাতির) অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে।
৬। শীষ বের হওয়া অবস্থায় ধানের শীষের দানা সাদা/চিটা/পাতান হয়ে গেলে বা হওয়ার সম্ভাবনা থাকলে (কিমিয়া/অনলাইন/ব্যাকট্রোবান/ব্যাকট্রল/অটোব্যাক) যে কোন একটির সাথে কুইকপটাশ/ফাস্ট পটাশ ও চিলেটেড জিংক অনুমোদিত মাত্রায় মিশিয়ে স্প্রে করতে হবে।
৭। যদি কোন ধানের জমিতে পাতা ব্লাস্ট/গিট ব্লাস্ট/শীষ ব্লাস্ট রোগ দেখা দিলে ট্রাইসাইকোনাজল গ্রুপের (ট্রুপার/দিফা/জিল) বিকালে স্প্রে করতে হবে।
৮। বোরো ধানের পাতা লালচে হলুদ বর্ণ হয়ে থাকলে প্রতি লিটার পানিতে থিয়োভিট ৫ গ্রাম, সলুবর বোরণ ১.৫ গ্রাম, চিলেটেড জিংক ০.২৫ গ্রাম হারে মিশিয়ে বিকালে স্প্রে করতে হবে।
৯। ৩২° সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বালাইনাশক স্প্রে করলে কার্যকারিতা কমে যায় এবং ৩৫° সেলসিয়াস তাপমাত্রায় স্প্রে করলে বালাইনাশক কাজ করবে না। তাই বিকাল ৪ টার পরে স্প্রে করতে হবে। প্রতি শতক জমিতে দুই লিটার হারে পানি মিশিয়ে স্প্রে করে দিবেন যাতে গাছ ভালো করে ভিজে যায়।
What farmers should do to protect Boro rice in ongoing high temperatures
1. Always keep water in the field if you see the paddy in a wet state due to extreme heat and wind.
2. Mix 100 grams of MOP fertilizer in 10 liters of water and spray as 5 percent. Or apply granular MOP fertilizer at 5 kg per bigha.
3. Application of urea fertilizer should be stopped when rice seedlings are 50 days old and blast disease occurs.
4.To prevent blast disease before and after seed emergence, fungicides of (Tebuconazole + Trifluxistrobin) group (Nativo/Blastinmacvo/Tecobin) should be mixed at the rate of 0.6 g per liter of water and sprayed in the afternoon.
5. Pre-emergence and post-emergence application of Cartap group insecticides-Bravo/Suntap Plus/Fastap/Bytap/Cartaprid/Batir) for control of maggots/leafhoppers/gandhis in approved dosesshould be sprayed.
6. When the grain of paddy grain becomes white/cheesy/dissolved or is likely to occur at the time of emergence (Kimiya/Online/Bactroban/Bactrol/Autobac) any one of them should be sprayed with Quickpotash/Fast Potash and Chelated Zinc in approved doses.
7. If leaf blast/gut blast/sheep blast disease occurs in any paddy field then spray of tricyconazole group (Trooper/Difa/Zil) should be done in afternoon.
8. BoroIf the paddy leaves are reddish yellow in color, thiovit 5 grams, soluble boron 1.5 grams, chelated zinc 0.25 grams per liter of water should be mixed and sprayed in the afternoon.
9. Pesticide sprays are less effective at temperatures above 32°C and insecticides will not work at temperatures above 35°C. So spray after 4 pm. Mix water at the rate of two liters per hundred and spray itThe plant gets well wet.
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS