Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Meteorological Agriculture Bulletin District: Kishoreganj
Details

আবহাওয়া ভিত্তিক কৃষি বিষয়ক বুলেটিন জেলা: কিশোরগঞ্জ



কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প

কম্পোনেন্ট সি-বিডব্লিউসিএসআরপি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

তারিখ : ১২.০৩.২০২৩ বুলেটিন নং ৪৩৭

১২.০৩.২০২৩ থেকে ১৬.০৩.২০২৩ পর্যন্ত কৃষি আবহাওয়া বিষয়ক বুলেটিন

       

 

গত ৪ দিনের আবহাওয়া পরিস্থিতি ০৮.০৩.২০২৩ থেকে ১১.০৩.২০২৩ তারিখ পর্যন্ত

আবহাওয়ার স্থিতিমাপ(প্যারামিটার)

০৮.০৩.২০২৩

০৯.০৩.২০২৩

১০.০৩.২০২৩

১১.০৩.২০২৩

সীমা

বৃষ্টিপাত (মি.মি)

০.০

০.০

০.০

০.০

০.০-০.০ (০.০)

সর্বোচ্চ তাপমাত্রা (ডিগ্রী সেন্টিগ্রেড)

৩০.৫

৩২.৫

২৯.০

৩১.২

২৯.০-৩২.৫

সর্বনিমণ তাপমাত্রা (ডিগ্রী সেন্টিগ্রেড)

১৬.৬

১৮.০

১৮.৫

১৮.২

১৬.৬-১৮.৫

আপেক্ষিক আর্দ্রতা (শতকরা)

৪৬.০-৭৯.০

৪৩.০-৮৮.০

৫৩.০-৯৮.০

৫১.০-৯৫.০

৪৩.০-৯৮.০

বাতাসের গতিবেগ (কিমি/ ঘন্টা)

২.৮

১.৯

১.৩

১.৯

১.৩-২.৮

বাতাসের দিক

উত্তর /উত্তর -পূর্ব দিক

উত্তর /উত্তর -পূর্ব দিক

উত্তর /উত্তর -পূর্ব দিক

উত্তর /উত্তর -পূর্ব দিক

উত্তর /উত্তর -পূর্ব দিক

মেঘের পরিমান (অক্টা)

২.৩-৫.৬

 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস ১২.০৩.২০২৩ থেকে ১৬.০৩.২০২৩ তারিখ পর্যন্ত

আবহাওয়ার স্থিতিমাপ(প্যারামিটার)

১২.০৩.২০২৩

১৩.০৩.২০২৩

১৪.০৩.২০২৩

১৫.০৩.২০২৩

১৬.০৩.২০২৩

সীমা

বৃষ্টিপাত (মি.মি)

০.০

০.০

০.০

০.৪

০.২

০.০-০.৪ (০.৭)

সর্বোচ্চ তাপমাত্রা (ডিগ্রী সেন্টিগ্রেড)

৩৫.১

৩৫.৪

৩৬.৩

৩৫.৬

৩৫.০

৩৫.০-৩৬.৩

সর্বনিমণ তাপমাত্রা (ডিগ্রী সেন্টিগ্রেড)

১৬.৪

১৫.১

১৪.৩

১৫.৫

১৮.৮

১৪.৩-১৮.৮

আপেক্ষিক আর্দ্রতা (শতকরা)

২৭.৯-৩০.৯

২৬.০-২৮.৭

২৪.৫-৩০.৩

৩১.২-৬১.৪

৩৩.৪-৮৬.৮

২৪.৫-৮৬.৮

বাতাসের গতিবেগ (কিমি/ ঘন্টা)

১২.৫

১১.৫

১০.২

১৩.৫

১১.৯

১০.২-১৩.৫

বাতাসের দিক

উত্তর /উত্তর -পূর্ব দিক

উত্তর /উত্তর -পূর্ব দিক

উত্তর /উত্তর -পূর্ব দিক

উত্তর /উত্তর -পূর্ব দিক

উত্তর /উত্তর -পূর্ব দিক

উত্তর /উত্তর -পূর্ব দিক

মেঘের পরিমান (অক্টা)

পরিষ্কার

পরিষ্কার

পরিষ্কার

পরিষ্কার

পরিষ্কার

আংশিক মেঘলা

 

 


পাট

  • পর্যায়:চারা
  • অতিরিক্ত পানি নিষ্কাশন ও প্রয়োজনীয় সেচ প্রদানের সুবিধার্থে জমির চারপাশে নালা তৈরি করুন।
  • বপনের ১০-১৫ দিন পর ১ম নিড়ানি,মালচিং ও চারা পাতলাকরণের জন্য চাষিদের পরামর্শ দেয়া হলো।
  • চলমান আবহাওয়া পরিস্থিতিতে এবং ফসলের বর্তমান অবস্থায় পাটক্ষেতে উরচুংগা পোকার আক্রমণ হতে পারে। আক্রমণ দেখা গেলে দমনের জন্য ক্লোরপাইরিফস ২০ইসি ৥ ২.০মিলি পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
  • ফসলের বর্তমান অবস্থায় পাটক্ষেতে হলুদ মাকড় এর আক্রমণ হতে পারে। আক্রমণ দেখা গেলে সালফার জাতীয় মাকড় নাশক যেমন, থিয়োভিট ৮০ডব্লিউজি ৥ ৩.৫গ্রাম/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন।
  • চলমান আবহাওয়া পরিস্থিতিতে এবং ফসলের বর্তমান অবস্থায় পাট ক্ষেতে পাতার মোজাইক ভাইরাসের আক্রমণ হতে পারে। রোগ দমনের জন্য আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ধংস করে ফেলুন। এছাড়া হেজিন অথবা হেমিথ্রিন কীটনাশক ৥ ১.৫মিলি/লিটার পানিতে মিশিয়ে মেঘ মুক্ত আবহাওয়ায় ৭ দিন পরপর ২-৩ বার স্প্রে করুন।
  • চলমান আবহাওয়া পরিস্থিতিতে এবং ফসলের বর্তমান অবস্থায় পাট ক্ষেতে চারা ঝলসানো রোগের আক্রমণ দেখা যেতে পারে। রোগ দমনের জন্য ডাইথেন-এম ৪৫৥ ২ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন।

ধান বোরো

  • পর্যায়:পরিপক্ক থেকে কর্তন
  • ফসল সংগ্রহের ১৫ দিন আগে জমি থেকে পানি নিষ্কাশন করে ফেলুন।
  • পরিপক্ক ফসল সংগ্রহ করুন। সংগ্রহ করার পর শস্য রোদে শুকিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে ঠাণ্ডা করে বায়ুনিরোধক পাত্রে নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন।

সবজি

  • বর্তমান আবহাওয়ায়, বেগুনে কান্ড ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। প্রতিকারের জন্য একরে ৪০টি ফেরোমন ফাঁদ বসানোর পরামর্শ দেয়া হলো।
  • বিদ্যমান আবহাওয়া পরিস্থিতে যে সমস্ত টমেটো ও বেগুন ক্ষেত ফল ধরা পর্যায়ে আছে সে সমস্ত ক্ষেতে ব্লাইট রোগের আক্রমণের সম্ভাবনা রয়েছে। রোগ নিয়ন্ত্রণের জন্য এন্টিব্যাক ১০ এসপি (স্ট্রেপ্টোমাইসিন সালফেট ৯%+ টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড ১%) @০.৫ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করুন।
  • যেসব ফসল ফুল ও ফলধরা পর্যায়ে আছে সেসব ফসলে পর্যাপ্ত সেচ নিশ্চিত করুন যাতে ফসলে রসের ঘাটতি না হয়।
  • তাপমাত্রা বৃদ্ধির কারণে, সবজি ফসলে শোষক পোকার আক্রমণের সম্ভাবনা রয়েছে। এই পোকা নিয়ন্ত্রণের জন্য ম্যালাথিয়ন ৫৭ইাস/ডাইমেথয়েট ৪০ ইসি @ ১.০ মিলি/লিটার পানিতে মিশিয়ে সপ্তাহে একবার স্প্রে করুন।
  • সেচ প্রয়োগ করুন।

উদ্যান ফসল

  • এ সময় নারিকেলে কালো মাথার শুঁয়োপোকার উপদ্রব হতে পারে। কালো মাথার শুঁয়োপোকা নিয়ন্ত্রণের জন্য ক্লোরপাইরিফস ২০ ইসি অথবা ম্যালাথিয়ন ৫০ ইসি @ ২.০মিলি/লিটার পানিতে মিশিয়ে পাতার উভয় পাশে স্প্রে করুন।
  • কলার জমিতে আর্দ্রতা সংরক্ষণের জন্য নারিকেলের ছোবড়ার কম্পোস্ট প্রয়োগ করা যেতে পারে।
  • বিরাজমান আবহাওয়া লেবু জাতীয় ফসলে ক্যাংকার রোগের জন্য অনুকূল। এই রোগ নিয়ন্ত্রণের জন্য, স্ট্রেপ্টোমাইসিন সালফেট ৫০০-১০০০ পিপিএম বা ফাইটোমাইসিন ২৫০০ পিপিএম বা কপার অক্সিক্লোরাইড ০.২% ১৫ দিন অন্তর স্প্রে করা যেতে পারে।
  • আমের গুটি ঝরে পড়া রোধে গ্রোথ রেগুলেটর যেমন, প্লানোফিক্স/লিটোস/ক্যালবোর প্রতি লিটার পানিতে ২.০ মিলি হারে মিশিয়ে স্প্রে করার পরামর্শ দেওয়া হলো।
  • প্রতিকূল আবহাওয়ার কারণে আমে ফুল আসতে দেরি হলে ফুল আসা তরান্বিত করার জন্য পটাসিয়াম নাইট্রেট ১০ গ্রাম এবং ইউরিয়া ৫ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করার জন্য পরামর্শ দেওয়া হলো।
  • সেচ প্রয়োগ করুন।

গবাদি পশু

  • ছাগল ও ভেড়াকে পিপিআর রোগের টিকা না দেওয়া থাকলে টিকা প্রদান করুন।
  • মশা মাছি কমানোর জন্য ন্যাপথালিন কিংবা তারপিন তেল ব্যবহার করা যায়।
  • মশার প্রকোপ থেকে গবাদি পশুকে রক্ষা করুন। মশারি অথবা মাটির পাত্রে সাবধানতার সাথে কয়েল ব্যবহার করুন।
  • চর্মরোগ দেখা দিলে দ্রুত যথাযথ ব্যবস্থা নিন।
  • গোয়াল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
  • গবাদি পশুকে পর্যাপ্ত পানি পান করান।

হাঁসমুরগী

  • হাঁসের জন্য ডাকপ্লেগ রোগের টিকা প্রদানের ব্যবস্থা করুন।
  • মুরগীর রানীক্ষেত ও কলেরা রোগের টিকা প্রদান করুন।
  • রোগ দেখা দিলে আক্রান্ত হাঁসমুরগী সরিয়ে ফেলুন।
  • পরিষ্কার পানি কিংবা অধিকতর গরমে গ্লুকোজ স্যালাইন ব্যবহার করুন।
  • হাঁসমুরগীর থাকার জায়গা পরিষ্কার রাখুন।

মৎস্য

  • প্রতি শতাংশে- ইউরিয়া ১৫০-২০০ গ্রাম, টিএসপি ৭৫-১০০ গ্রাম প্রয়োগ করুন।
  • প্রতিদিন নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট স্থানে পরিমাণমত ভালো মানের খাবার প্রয়োগ করুন।
  • বড় আকারের পোনা মজুদ করলে বেশি ফলন পাওয়া জায়।
  • পরিকল্পনা অনুযায়ী সঠিক সংখ্যা ও আকারের মাছের পোনা মজুদ করুন।
  • প্রয়োজন হলে প্রতি শতাংশে- ৪০-৫০ গ্রাম এমওপি সার প্রয়োগ করা যেতে পারে।
  • চুন প্রয়োগের ৩/৪ দিন পর সার প্রয়োগ করুন।
  • পুকুরের প্রস্তুতির জন্য শতাংশে ১ কিলোগ্রাম চুন প্রয়োগ করুন।
  • পুকুরের গভীরতা ১-১.৫ মিটার বজায় রাখুন।
Attachments
Publish Date
12/03/2023
Archieve Date
31/12/2023