Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Light Trap
Details

ফসলি জমিতে অনিয়মিত ও মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে শত্রু পোকার পাশাপাশি মিত্র পোকাও ধ্বংস হচ্ছে। এতে ফসলি জমির পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ছে। যা অদূর ভবিষ্যতে কৃষিক্ষেত্রের জন্য একটি বড় রকম বিপর্যয় হয়ে দেখা দিতে পারে। এ কারণেই ফসলি জমিতে পোকা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের জন্য আলোর ফাঁদের গুরুত্ব অশেষ। কেবল প্রচলিত ধারণার উপর নির্ভর করে কীটনাশকের ব্যবহার থেকে কৃষককে দূরে রাখতে এ প্রযুক্তির ব্যবহার। 

ভৈরব উপজেলার বিভিন্ন ব্লকে কৃষকদের নিয়ে একযোগে আলোক ফাঁদ স্থাপন করা হচ্ছে। এ ফাঁদের মাধ্যমে ধানের জমিতে বর্তমানে কী কী ক্ষতিকর ও উপকারী পোকামাকড় রয়েছে তা শনাক্ত করে ক্ষতিকারক পোকা দমনে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয়ের পর জমিতে কীটনাশক প্রয়োগ করতে কৃষকদের উৎসাহ দিচ্ছে উপজেলা কৃষি অফিস,ভৈরব। এতে কৃষকদের উৎপাদন খরচ এবং অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহার কমবে। আর ফসল হবে বিষমুক্ত।

Images
Attachments
Publish Date
23/10/2022
Archieve Date
31/12/2024