Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Weather Based Agriculture Bulletin (03.11.2024 to 07.11.2024)
Details

আবহাওয়া ভিত্তিক কৃষি বিষয়ক বুলেটিন জেলা: কিশোরগঞ্জ 

তারিখ : ০৩.১১.২০২৪ বুলেটিন নং  ৫৯৪  

০৩.১১.২০২৪ থেকে ০৭.১১.২০২৪ পর্যন্ত কৃষি আবহাওয়া বিষয়ক বুলেটিন 

গত ৪ দিনের আবহাওয়া পরিস্থিতি ৩০.১০.২০২৪ থেকে ০২.১১.২০২৪ তারিখ পর্যন্ত

আবহাওয়ার স্থিতিমাপ(প্যারামিটার)

৩০.১০.২০২৪

৩১.১০.২০২৪

০১.১১.২০২৪

০২.১১.২০২৪

সীমা

বৃষ্টিপাত (মি.মি)

০.০

০.০

০.০

০.০

০.০-০.০ (০.০)

সর্বোচ্চ তাপমাত্রা (ডিগ্রী সেন্টিগ্রেড)

৩২.৫

৩১.৫

৩২.৫

৩২.৫

৩১.৫-৩২.৫

সর্বনিমণ তাপমাত্রা (ডিগ্রী সেন্টিগ্রেড)

২৪.২

২৫.৩

২৪.৬

২৪.৬

২৪.২-২৫.৩

আপেক্ষিক আর্দ্রতা (শতকরা)

৭৮.০-৯৭.০

৭২.০-৯৭.০

৬৭.০-৯৪.০

৬৭.০-৯৬.০

৬৭.০-৯৭.০

বাতাসের গতিবেগ (কিমি/ ঘন্টা)

০.৫

০.৫

০.৭

০.৭

০.৫-০.৭

বাতাসের দিক

পশ্চিম/উত্তর-পশ্চিম দিক

পশ্চিম/উত্তর-পশ্চিম দিক

পশ্চিম/উত্তর-পশ্চিম দিক

পশ্চিম/উত্তর-পশ্চিম দিক

পশ্চিম/উত্তর-পশ্চিম দিক

মেঘের পরিমান (অক্টা)

০.৮-৫.০

 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস ০৩.১১.২০২৪ থেকে ০৭.১১.২০২৪ তারিখ পর্যন্ত

আবহাওয়ার স্থিতিমাপ(প্যারামিটার)

০৩.১১.২০২৪

০৪.১১.২০২৪

০৫.১১.২০২৪

০৬.১১.২০২৪

০৭.১১.২০২৪

সীমা

বৃষ্টিপাত (মি.মি)

০.০

০.০

০.০

০.০

০.০

০.০-০.০ (০.০)

সর্বোচ্চ তাপমাত্রা (ডিগ্রী সেন্টিগ্রেড)

৩০.৫

৩০.৬

৩১.৪

৩১.৫

৩১.০

৩০.৫-৩১.৫

সর্বনিমণ তাপমাত্রা (ডিগ্রী সেন্টিগ্রেড)

২০.০

১৮.৩

১৯.৩

২০.৭

২০.৩

১৮.৩-২০.৭

আপেক্ষিক আর্দ্রতা (শতকরা)

৭০.১-৭৮.৯

৬৬.৬-৬৯.২

৬৫.৮-৬৮.৯

৬৫.৩-৬৬.৬

৬৭.৭-৬৮.০

৬৫.৩-৭৮.৯

বাতাসের গতিবেগ (কিমি/ ঘন্টা)

৬.৮

৬.৪

৬.৮

৬.৩

৭.৫

৬.৩-৭.৫

বাতাসের দিক

পশ্চিম/উত্তর-পশ্চিম দিক

পশ্চিম/উত্তর-পশ্চিম দিক

পশ্চিম/উত্তর-পশ্চিম দিক

পশ্চিম/উত্তর-পশ্চিম দিক

পশ্চিম/উত্তর-পশ্চিম দিক

পশ্চিম/উত্তর-পশ্চিম দিক

মেঘের পরিমান (অক্টা)

পরিষ্কার

পরিষ্কার

পরিষ্কার

পরিষ্কার

পরিষ্কার

পরিষ্কার

 

 


গম

  • পর্যায়:বপন
  • উপযুক্ত জো অবস্থায় বপনের জন্য জমি তৈরি করুন।
  • শেষ চাষের পূর্বে হেক্টর প্রতি ১০ টন পঁচা গোবর/কম্পোষ্ট সার প্রয়োগ করুন সেই সাথে যথাক্রমে ১৫০ কেজি ইউরিয়া,১৩৫ কেজি টিএসপি, ১০০ কেজি এমওপি, ১১০ কেজি জিপসাম এবং ৬ কেজি বরিক এসিড বেসাল ডোজ হিসাবে জমিতে প্রয়োগ করুন।

ধান বোরো

  • পর্যায়:বীজতলা
  • বোরো ধানের বীজতলা তৈরির ব্যবস্থা নিন| উঁচু জায়গায় বীজতলা তৈরি করুন এবং জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখুন। সমবায়ভিত্তিক বীজতলা করা যেতে পারে।
  • অনুমোদিত জাতের বীজ ব্যবহার করুন।
  • বীজতলার চারা হলুদ হয়ে গেলে প্রতি শতকে ২৮৩ গ্রাম হারে ইউরিয়া প্রয়োগ করুন। ইউরিয়া প্রয়োগে সমাধান না হলে প্রতি শতকে ৪০০ গ্রাম জিপসাম প্রয়োগ করুন।

সবজি

  • আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে বেগুনে ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দিতে পারে। নিয়ন্ত্রণের জন্য কীড়াসহ আক্রান্ত ডগা কেটে ধ্বংস করুন। ফেরোমন ফাঁদ ব্যবহার করে পোকার বংশবৃদ্ধি অনেকটা কমিয়ে আনা সম্ভব।
  • শশা জাতীয় সবজিতে পাউডারি মিলডিউ রোগ দেখা দিতে পারে। নিয়ন্ত্রণের জন্য হেক্সাকোনাজল বা ম্যানকোজেব গ্রুপের বালাইনাশক প্রয়োগ করুন।
  • বর্তমান আবহাওয়ায় শিম ও বাঁধাকপিতে জাব পোকার আক্রমণ দেখা দিতে পারে। অনুমোদিত বালাইনাশক ব্যবহার করুন।
  • সেচ প্রয়োগ করুন।

উদ্যান ফসল

  • কলার পাতা ও ফলের বিটল পোকা থেকে রক্ষা করার জন্য মোচা থেকে কলা বের হওয়ার আগেই ছিদ্রযুক্ত পলিথিন দিয়ে কলার কাঁদি ব্যাগিং করে দিতে হবে।
  • বর্তমান আবহাওয়ায় পেয়ারায় ছাতরা পোকার আক্রমণ দেখা দিতে পারে। নিয়ন্ত্রণের জন্য প্রতি লিটার পানিতে ০৫ গ্রাম গুড়া সাবান মিশিয়ে স্প্রে করুন।
  • বর্তমান আবহাওয়ায় নারিকেল গাছে মাকড়ের আক্রমণ হতে পারে। আক্রমণ দেখা দিলে আক্রান্ত গাছের সকল কচি ডাব কেটে নামিয়ে পুড়িয়ে ফেলতে হবে। তারপর আক্রান্ত গাছ এবং আশে পাশের কম বয়সী গাছে যে কোন মাকড় নাশক যেমন ওমাইট ৫৭ ইসি ১.৫ মিলি এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
  • সেচ প্রয়োগ করুন।

গবাদি পশু

  • গবাদি পশুকে কৃমিনাশক না দেওয়া থাকলে কৃমি নাশক দিন।
  • গবাদি পশুর বয়স ও শারীরিক সুস্থতার ভিত্তিতে টিকা প্রদান করুন।
  • গোয়াল ঘরের চালা ও মেঝে পরিষ্কার রাখুন।
  • যে কোন রোগের লক্ষণ দেখা দিলে যথাযথ চিকিৎসার জন্য দ্রুত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিন।

হাঁসমুরগী

  • যে কোন রোগের লক্ষণ দেখা দিলে যথাযথ চিকিৎসার জন্য দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিন।
  • মুরগীর খোয়াড়ে সন্ধ্যার পর ১-২ ঘণ্টা উচ্চ ক্ষমতা সম্পন্ন বাল্ব (১০০ ওয়াট বা এর বেশি) জ্বালিয়ে রাখলে ডিম উৎপাদন বৃদ্ধি পাবে এবং রোগ বালাই কমে যাবে।

মৎস্য

  • শীতকালে খাবারের পরিমাণ কমিয়ে দিন। প্রয়োজনে খাবার প্রয়োগ বন্ধ রাখুন।
  • পুকুর শুকিয়ে তলদেশের কালো/পচা কাদা অপসারণ করুন।
  • পুকুরের পাড় ক্ষতিগ্রস্থ হয়ে থাকলে মেরামত করে নিন।
  • •মাছের রোগবালাই দেখা দিলে বা কাঙ্ক্ষিত বৃদ্ধি না হলে নিকটস্থ উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করুন।
  • বাৎসরিক পুকুর হলে সব মাছ আহরণ করে পরবর্তী বছরের জন্য পুকুর প্রস্তুতি শুরু করুন।
  • শীতের শুরুতে প্রতি শতাংশে ২৫০ গ্রাম চুন প্রয়োগ করলে মাছের রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায়।

আলু

  • পর্যায়:
  • রোপণের ৩০-৩৫ দিন পর জাত ভেদে হেক্টর প্রতি ১৬০-১৭৫ কেজি ইউরিয়া উপরি প্রয়োগ করার জন্য চাষীদের পরামর্শ দেওয়া হলো।
  • রোপণের ৪০-৪৫ দিন পর ২য়বার আলুর জমিতে সেচ প্রদানের জন্য চাষীদের পরামর্শ দেওয়া হলো।
Images
Attachments
Publish Date
03/11/2024
Archieve Date
30/11/2056