ফলদ বৃক্ষমেলা-২০১৯ উদ্বোধন
“পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা চত্বরে ০১ আগষ্ট ২০১৯ খ্রি. তিন দিন ব্যাপী (০১ আগষ্ট-০৩ আগষ্ট) ফলদ বৃক্ষমেলা ও ফল প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভৈরব, কিশোরগঞ্জ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আল মামুন, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভৈরব, কিশোরগঞ্জ এবং মনোয়ারা বেগম, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভৈরব, কিশোরগঞ্জ।
আরও উপস্থিত ছিলেন- অনুষ্ঠানের সভাপতি জনাব ইসরাত সাদমীন, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), কৃষি সম্প্রসারণ অফিসার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, সকল উপ সহকারী কৃষি অফিসারগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্চারীগণ এবং বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ।
অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান অতিথি এবং সভাপতি উপজেলা চত্বরে গাছের চারা রোপন করেন। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এরপর উপজেলা চত্বরে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
আয়োজনে: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভৈরব, কিশোরগঞ্জ।
সার্বিক সহযোগীতায়: উপজেলা প্রশাসন, ভৈরব, কিশোরগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস